কোভিড-১৯বাংলাদেশকরোনায় আরো ১০১ জনের মৃত্যু, আক্রান্ত ২৯২২ April 25, 2021267 Share on Facebook Tweet on Twitter tweet করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১০১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২২ জন। আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।