নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গার্মেন্টসকর্মী রুমার (১৭) মৃত্যু অতিরিক্ত মদপানের কারণে হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তার বান্ধবী টুম্পাকে আটক করা হয়েছে।
রুমার বান্ধবী টুম্পার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ঈদের দিন রাতে মদপানের পর অসুস্থ হয়ে পড়েন রুমা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তবে টুম্পাকে জিজ্ঞাসাবাদ চলছে।
ড্যান্স ক্লাবের বিষয়ে সাইফুল ইসলাম বলেন, ওই ক্লাবে তালা ঝুলতে দেখা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য ড্যান্স ক্লাবের মালিককে খোঁজা হচ্ছে।
এর আগে শনিবার (১৫ মে) ভোর ৪টায় চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করলে ওই বান্ধবী রুমার পরিবারকে খবর দেয়। পরে লাশ নিয়ে থানায় হাজির হন রুমার মা রহিমা|
রুমার মা রহিমার দাবি, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চান।