রাজধানীর বারিধারায় ৬ তলা ভবনের ৫ তলায় আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি জানান, বারিধারায় ৬ তলা ভবনের ৫ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস জানতে পারে ৪টা ২৪ মিনিটে এবং প্রথম ইউনিট পৌঁছায় সাড়ে ৪টায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন লাগার সূত্রপাত এবং হতাহতের কোন খবর এখনও জানা যায়নি।